Monday, November 13, 2023

Class-71

 



সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে পারা এই যুগে একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। স্পোকেন ইংলিশ স্কিল থাকলে জীবনের প্রতিটি পর্যায়েই এগিয়ে থাকা যায়। পড়াশোনা, ক্যারিয়ার, প্রতিযোগিতামূলক পরীক্ষা, বিদেশে উচ্চশিক্ষা, এমনকি বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও ইংরেজি বলার বা ইংরেজির সঠিক উচ্চারণের দক্ষতা অর্জন বেশ জরুরি।


অনেকেই আছেন যারা ভালো ইংরেজি জানেন, কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাসের অভাবে ইংরেজিতে কথা বলতে জড়তাবোধ করেন। ইংরেজি বলার দক্ষতা অর্জনে আপনাকে এগিয়ে রাখতে এবং একই সাথে আপনার ইংলিশে বলার আত্মবিশ্বাস গড়ে তুলতে টেন মিনিট স্কুল নিয়ে এসেছে 'ঘরে বসে Spoken English' কোর্স।


বাস্তব জীবনের বিভিন্ন পরিস্থিতিতে কীভাবে নিঃসঙ্কোচে ইংরেজিতে কথা বলবেন তা শেখাবেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা মুনজেরিন শহীদ। পুরো কোর্সটিতে ক্লাস নেয়া হয়েছে বাংলা ভাষায়। এই স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন করা বেশিরভাগ শিক্ষার্থীই জানিয়েছেন- কোর্সের ভাষা সহজে বোঝা যায় এবং মনে রাখা যায়।


বাস্তব পরিস্থিতিতে সঠিক উচ্চারণসহ ইংরেজিতে কথা বলার সহজ উপায় শিখে আপনি কোনো জড়তা ছাড়াই স্মার্টলি ইংলিশ বলার দক্ষতা ও আত্মবিশ্বাস অর্জন করবেন।

No comments:

Post a Comment

Class-64

 Youtube  আমাদের দেশে Spoken English একটা কঠিন বিষয় হিসাবে দাঁড়িয়েছে অনেকের কাছে! অথচ ভাষা শেখা কখনোই কঠিন নয়। তাহলে ভুল কোথায় হয়েছে? শেখান...